যৌনমিলনের ইচ্ছা যে কোনও দিন, যে কোনও মুহূর্তে হতে পারে। এটি স্বাভাবিক ঘটনা। বেশিরভাগ মানুষই একটি সময়কে বেছে নেন নিয়মিত যৌনমিলনের জন্য এবং সেটি হল রাতে, ঘুমোতে যাওয়ার আগে। কিন্তু এই অভ্যাস কতটা ভাল তাঁদের জন্য যাঁদের পরের দিন সকাল সকাল উঠে কাজে বেরতে হয়।

এই নিয়ে নানান মানুষের নানা মত থাকবেই। কিন্তু সপ্তাহের মাঝখানে রাতে সেক্স করার ভাল ও খারাপ ২ রকম কারণ রয়েছে।
ভাল দিকগুলি কী কী

১. সারাদিন কাজের পরে সেক্স অবশ্যই স্ট্রেস কমাতে সাহায্য করে।
২. তৃপ্তিদায়ক যৌনমিলন হলে তার পরের ঘুমও বেশ গাঢ় হয়।
৩. ঘুমোতে যাওয়ার ঠিক আগে যৌনমিলন পার্টনারের সঙ্গে সম্পর্ক ভাল রাখতে সাহায্য করে।
৪. বেশি রাত পর্যন্ত জেগে না থেকে যদি ঠিক সময়ে সঙ্গমের পরে ঘুমিয়ে পড়া যায় তবে সকালে উঠে শরীর চাঙ্গা হয়ে যায়।
৫. নিয়মিত সেক্স শুধু মন-মেজাজই ভাল রাখে না, শরীরের মেটাবলিজম রেটও ভাল থাকে।
খারাপ কারণ কি কি

১. অনেক রাত অবধি জেগে থাকা এবং দেরি করে ঘুমোতে যাওয়া।
২. সকালে তাড়াতাড়ি উঠতে হলে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম না হওয়া।
৩. আবার তাড়াতাড়ি ঘুমোতে হবে বলে ঠিকমতো মিলন উপভোগ না করা।
৪. তাড়াতাড়ি ঘুমোনোর উদ্বেগে সম্পূর্ণ তৃপ্তি না হওয়া সত্ত্বেও জোর করে ঘুমোনোর চেষ্টা করা এবং ক্লান্তি বোধ করা।
