পুরুষ ও মহিলাদের মধ্যে অনেক অমিল আমরা লক্ষ্য করে থাকি, কিন্তু এমন কিছু অমিল আছে যার সম্পর্কে আপনার কোনো ধারণা ছিলোনা। আসুন জানি কি কি সেই অমিল!

মেয়েদের ঘ্রাণ শক্তি জন্ম থেকেই ছেলেদের তুলনায় বেশি।
ছেলেদের শরীরে মেয়েদের তুলনায় বেশি রক্ত থাকে।

মেয়েরা চোখ পিটপিট করে ছেলেদের তুলনায় দ্বিগুন।
মেয়েদের চুল বড় হয় ছেলেদের তুলনায় বেশি।

মেয়েদের কোমড়ের হাড়ের গঠন পুরুষের তুলনায় বড় হয়।
পুরুষের শরীর থেকে মেয়েদের তুলনায় মেদ কমানো যায় তাড়াতাড়ি।

ছেলেরা মেয়েদের তুলনায় বেশি হেঁচকি তোলে।
সব থেকে বড় মানব-কোষ মেয়েদের ডিম্বানু। সব থেকে ছোট মানব-কোষ শুক্রানু।

মেয়েদের চোখ থেকে ছেলেদের তুলনায় বেশি জল পড়ে।
