বাড়িতে পুরোনো শাড়ি, জামা কাপড় ও সোয়েটার পড়ে আছে? ভুলেও ফেলবেন না!
যে পরিমানে জামা কাপড়, শাড়ি বা সোয়েটার সারা বছর কেনা হয়, সেই পরিমানে সেগুলি পুরোনো হতে হতে বাড়ির আলমারিতে জমতে থাকে। বাচ্চাদের জিনিস হলে তো আরো মুশকিল, কারণ সেগুলি ছোট হয়ে যায় ও জীবনে কোনো কাজে লাগেনা। এদিকে নতুন পোশাক কেনার লোভটাও সামলানো যায়না। তাহলে পুরোনো হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া জামা কাপড়গুলি কি করবেন ভেবে দেখেছেন? খুব সহজ উপায় কয়েকটি দারুণ কাজের জিনিস আপনি চাইলেই বানিয়ে নিতে পারেন।
১। কুশান
সোফা থেকে বিছানা, সব জায়গায় কুশান দারুন মানায় ও এটি খুবই কাজের একটি জিনিস। পুরোনো সোয়েটার, মজা, জামা কাপড় দিয়ে আপনি অনায়াসে বানাতে পারেন কুশন। বিস্তারিত জানতে নিচের ভিডিওতে ক্লিক করুন।
২. ব্যাগ
ব্যাগ মানে শুধু কাঁধের ব্যাগ নয়, বিভিন্ন রকমের পেন্সিল ব্যাগ, পার্স, ওয়ালেট, ইত্যাদি আপনি পুরোনো জামাকাপড় দিয়ে বানাতেই পারেন। বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন।
৩. পাপোশ
সবথেকে আকর্ষণীয় কোনো জিনিস যদি বানানো যায় তা হল পাপোশ। বিভিন্ন ভাবে পুরোনো কাপড় দিয়ে আপনি পাপোশ বানাতে পারেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
৪. কাঁথা
পুরোনো শাড়ি বাড়িতে থাকলে ২-৩টে জুড়ে আপনি সহজেই বানাতে পারেন কাঁথা। এটি বানানো খুব সহজ ও বেশিদিন লাগেনা। চাইলে মনের মত নকশাও করতে পারেন। বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন।
