Link copied!
Sign in / Sign up
1
Shares

প্রেগনেন্সি টেস্ট-এ পজেটিভ সংকেত? কিন্তু আপনি গর্ভবতী নাও হতে পারেন! বিস্তারিত জানুন


হ্যাঁ, হতে পারে কারণ মাথা ঘোরা এবং তার সাথে বমি বমি ভাব আমাদের প্রত্যেকেরই মনে হয় এটি গর্ভধারণের লক্ষণ। কিন্তু কখনোই তা নয়। এই ধরণের লক্ষণ মানেই যে কেউ গর্ভবতী এমন মনে করাটা ভুল। তবে এমন অনেক ক্ষেত্রে আপনি গর্ভবতী না হয়েও আপনার গর্ভধারণের পরীক্ষার টেস্ট পজিটিভ আসতে পারে। এমন দেখলে অযথা ভয় পাবেন না, কারণ এমন অনেক বিষয় আছে যার কারণে আপনার গর্ভধারণের পরীক্ষার টেস্ট পজিটিভ। এবার আসুন জেনেনি, কি কি কারনে গর্ভবতী না হয়েও টেস্ট পজিটিভ হতে পারে?

১। আমাদের মেয়েদের শরীরে এমন কিছু জার্ম সেল টিউমার হতে পারে। যেমন: ডিজজার্মিনোমা। এটি ওভারির একটা টিউমারের নাম। এই রোগে অস্বাভাবিক ভাবে শরীর থেকে HCG হরমোন নিঃসৃত হয়। যার কারণে প্রেগন্যান্সি টেস্ট করলে আপনার পজিটিভ হবে। কারন এই সময় HCG লেভেল অনেক বেশি থাকে।

২। বিভিন্ন ধরণের ট্রফোব্লাস্টিক টিউমার যেমন: হাইডাটিডফর্ম মোল, কোরিওকারসিনোমা ইত্যাদিতেও এই ধরণের একই ঘটনা ঘটে। শরীরে টিউমার থাকার কারনে এই সময় প্রেগন্যান্সি টেস্ট করলে ফলাফল পজিটিভ আসবে। মনে হবে আপনি হয়তো প্রেগন্যান্ট ।

৩। মেয়েদের শরীরের যেখানে ইনসুলিন তৈরী হয় সেখানেও কিছু টিউমার হতে পারে যা HCG নিঃসরণ করে। এই ক্ষেত্রেও টেস্ট পজিটিভ হতে পারে।

৪। অনেক সময়ে বমি বন্ধ করানোর জন্য বাজারে বিভিন্ন নামে প্রোমিথাজিন ট্যাবলেট পাওয়া যায়। এগুলো খেলেও প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হতে পারে । আমাদের মধ্যে অনেকেরই বাসে উঠলে বমি পায়, সেই কারণে অনেকেই এই সময়ের জন্য কোনো ওষুধ খেয়ে থাকে। বাস থেকে নামার পর একটু মাথা ঘুরালো আর বমি বমি লাগলো। মনের মধ্যে সন্দেহ করে প্রেগন্যান্সি টেস্ট করলেন। এক্ষেত্রেও কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট আসতে পারে।

এই সমস্ত কারণের জন্য প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হলেই আপনি যে গর্ভবতী হয়েছে এমনটা ভাবা ঠিক হবে না। উপরের বিষয়গুলো মাথায় রেখেই বিষয়টি নিশ্চিত হতে হবে। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলা উচিত।

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon