কোন কোন বলিউড তারকারা ধরা পড়লেন ক্যামেরায় সালমানের পাশে দাঁড়াতে তাঁর বেইল পাওয়ার পর? ক্যাটরিনা ছিলেন কি?
বলিউডের সুপারস্টার সালমান খানকে এই বৃহস্পতিবার অর্থাৎ ৫ই এপ্রিল দুপুরে বন্যপ্রাণী সংরক্ষণে হরিণ শিকারের দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং বিচারক তাকে "অভ্যাসগত অপরাধী" হিসেবে বর্ণনা করার পর পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত করেন।
ব্যস্ত অভিনেতা দাবী করেন যে তিনি ১৯৯৮ সালে সংরক্ষিত পশ্চিমবঙ্গের দুটি ব্ল্যাকব্যাক হরিণকে গুলি করেননি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তাকে বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার রাতে জোধপুরের আদালতে তাঁর রায় হয়। রায়ের পর পুলিশ তাকে স্থানীয় কারাগারে নিয়ে যায়। তার আইনজীবী রাষ্ট্র হাইকোর্টে তার বেইল আপীল এবং গতকালই তিনি জামিন পেয়ে যান।

ওনার জামিনে অসংখ্য ভক্ত থেকে বলিউডের নানা তারকা তাঁকে সংবর্ধনা জানিয়েছেন। কিন্তু বিশেষ কিছু তারকা এমনকি তাঁর বাড়িতেও তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। আসুন দেখা যাক কয়েকটি ক্যামেরায় বন্দি হওয়া ছবি.
বলা হয়েছিল ক্যাটরিনা তাঁর এই মুহূর্তেও পাশে ছিলেন না, এমনকি দেখা করার প্রতিশ্রুতি দিয়েও তিনি তাঁর আসা বন্ধ করে দেন. কিন্তু একথা ভুল প্রমান করে ক্যাটরিনা দেখা দেন তাঁর বান্দ্রার বাড়িতে।

দেখা দিলেন সালমানেরই পরবর্তী সংস্করণ বরুন ধাওয়ান যিনি স্বাগত জানাতে ছুটে এলেন তাঁর বাড়িতে।

দেখুন সালমানের বিশেষ বান্ধবী জ্যাকলিন কতটা চিন্তামুক্ত হয়ে এসেছেন।

একই গাড়িতে সালমান কে পাশে বসিয়ে রিতেশ দেশমুখ ও ববি দেওল গেলেন সালমানের গ্যালাক্সি এপার্টমেন্টে।

সুনীল শেট্টি কন্যা অথ্যিয়া শেট্টি থেকে শুরু করে হুমা কুরেশি ও সাকিব সালিম কেউ ভোলেননি সুপারস্টারকে।


সম্পর্ক যতই ভেঙে যাক না কেন, প্রাক্তন ভাসুরকে দেখতে ছুতে এসেছেন মালাইকা অরোরা।

গাড়িতে বসে ঢুকছেন অমৃতা অরোরা।

সুনীল শেট্টি কন্যা এক নন, তিনি নিজেও এসেছেন সালমানের বেইলির খুশিতে।

