Link copied!
Sign in / Sign up
19
Shares

শিশুর প্রায়শই জ্বরঠোসা! মুক্তির উপায়


সন্তানের কি প্রায়শই জ্বরঠোসা হয়। এর কারণে সে সারা দিন খুব খিটখিটে হয়ে উঠেছে। তার সর্দি লেগেই থাকে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর এগুলো সারা বছর ধরে চলতে থাকে। তাই ভাবছেন এখন আপনি কি করবেন? শুধু মাত্র ছোটদের নয়,বড়দেরও এই সমস্যা হতে পারে।

ভিটামিন সি এর অভাবে জ্বরঠোসার সমস্যাটি হতে পারে। এক্ষেত্রে ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খান। আর প্রায়ই ঠান্ডা সর্দি জ্বর এর জন্য একজন ভালো ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নিন।

জ্বরঠোসার লক্ষণগুলো কী?

জ্বরঠোসায় আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে সাধারণত নিম্নলিখিত লক্ষনগুলো দেখতে পাওয়া যায়

ত্বকে লাল লাল ফুসকুড়ির সৃষ্টি হয়

ঠোটে কালশিটে দেখা যায়

মুখের আলসার হতে পারে

জ্বর

ঠোট ফুলে যায়

ত্বকে ক্ষতের সৃষ্টি হয়

গলা ব্যথা হয়

বড়দের ক্ষেত্রে এই লক্ষণ ছাড়াও আরও যে যখন দেখা যায়-

যোনিতে চুলকানি ভাব দেখা দেয়

যোনি স্রাব হয়

ত্বকে চুলকানি হয়

ত্বক ফুলে যায়

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon