জানুন এই জনপ্রিয় তারকাদের আসল নাম অভিনয়ে জগতে আসার আগে
হিন্দি চলচ্চিত্র যুগ যুগ ধরে আমাদের বিনোদনের মাধ্যম হয়ে এসেছে। আক্শান থেকে শুরু করে ট্রাজিডি, রোমান্স, কমিডি কি না করেছে বলিউড। আর যাঁরা বলিউডের খুঁটি অর্থাৎ তারকারা, যাঁদের জন্যে আমরা রাতের ঘুম হারিয়েছি, স্কুল কলেজ ব্যাঙ্ক করেছি, তাঁদের কি একটু বেশি করে চিনতে ইচ্ছে করে আপনাদের? চলুন আজ এই পোস্টে তারকাদের আসল নাম জানা যাক অর্থাৎ বলিউড জগতে আসার আগে কি ছিল তাঁদের আসল নাম?
১. অমিতাভ বচ্চন
এই অসাধারণ ও বলিউড কাঁপিয়ে বেড়ানো এংগ্রী ইয়াং ম্যান জেক আমরা শাহেনশা বলেও চিনি, অভিনয় জগতে আসার আগে ওনার ছিল ইনকিলাব শ্রীবাস্তব।
২. দিলীপ কুমার
সাদা কালো ছবি দিয়ে ওনার অভিনয় জগতের সূত্রপাত। কেউ কি জানতেন ওনার আসল নাম? হ্যাঁ, ওনার আসল নাম হল মোহাম্মদ ইউসুফ খান
৩. মধুবালা
ওনার সৌন্দর্য ও ঔজ্বল্যে গোটা বলিউড ইন্ডাস্ট্রি হয়তো কেঁপে গেছিলো। এই সুন্দরী অভিনেত্রীর নাম হল মুমতাজ জেহান বেগম দেহলাভি।
৪. রেখা
হয়তো তখনকার হট তারকাদের মধ্যে একজন ছিলেন তিনি। শুধু তাই নয়, অভিনয় পারদর্শিতায় ওনার মত সাফল্য খুব জনই হয়তো অর্জন করেছেন। ওনার আসল নাম ভানুরেখা গণেশন।
৫. শ্রীদেবী
আধুনিক যুগের চলচিত্র ওনার হাত ধরে শুরু হয়। জানেন কি ওনার আসল নাম? শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান।
৬. নানা পাটেকার
হিন্দি চলচ্চিত্রে যদি ডায়োগ কিং কাউকে বলা হয়ে থাকে, ইনি হলেন সেই অভিনেতা। অভিনয় জগতে আসার আগে ওনার আসল নাম ছিল বিশ্বনাথ পাটেকার।
৭. সানি দেওল
দেওল পরিবারের বড় ছেলে সানি। সাবলীল ভাবে একটি চরিত্র কিভাবে ফুটিয়ে ঢুকতে হয়, উনি জানেন। ওনার আসল নাম হল অজয় সিং দেওল।
৮. ববি দেওল
সানির ভাই ববি এবং দেওল পরিবারের মেজ ছেলে। ওনার আসল নাম হল বিজয় সিং দেওল।
৯. জনি লিভার
হিন্দি চলচ্চিত্র যখন সিক্সটিস এ পা রেখেছে, এই অভিনেতার আগমন যিনি আমাদের হাস্য কৌতুকের মধ্যে মাতিয়ে রেখেছিলেন। ওনার আসল নাম জনি রায় জানুমালা।
১০. গোবিন্দা
এই অভিনেতা পর পর কিছু রসিকতা ভরা সিনেমা করে কার না মন জয় করেছেন? তার সাথে একজন অসাধারণ ডান্সার। কি ওনার আসল নাম? গোবিন্দ অরুন আহুজা।
১১. অজয় দেবগন
আক্শান হিরো হয়ে ওনার অভিনয়ের সূত্রপাত। তারপর থেকে কোন কোন ভূমিকায় না তিনি অভিনয় করেছেন? ওনার আসল নাম বিশাল দেবগন।
১২. সাইফ আলী খান
নবাব পুত্র ও নিজেও একজন নবাব। এই অসাধারণ অভিনেতার আসল নাম সাজিদ আলী খান।
১৩. অক্ষয় কুমার
এই পারদর্শী অভিনেতা কোন ভূমিকাতেই না সাফল্য অর্জন করেছেন? এমন কোনো ভূমিকা নেই যা উনি করেননি। এই দুস্টু মিষ্টি অভিনেতার আসল নাম হরি ওম ভাটিয়া।
১৪. আমির খান
ওনার ব্যাপারে যতই বাবলা যায় ততই কম বলা হবে। অভিনয় জগতের অনেকের মধ্যে এক অন্যতম সুপারস্টার এবং পরিচালক আমির খানের আসল নাম আমির হুসেন খান।
১৫. সালমান খান
ভারতবর্ষ সু নয়, বিদেশে পর্যন্ত যেই অভিনেতার জন্যে সাধারণ জনতা পারলে জীবন ও দিয়ে দিতে পারে, এবং যার লুক্স পর্যন্ত প্রতিটি সিনেমার পর ফ্যানদের অনুসরণ করার মত পরিবেশ সৃষ্টি করে সেই সালমান খানের আসল নাম হল আব্দুল রশিদ সেলিম সালমান খান।
১৬. প্রীতি জিন্টা
ডিম্পল কুইন কিউট গার্ল। জানেন কি ওনার আসল নাম? প্রীতম সিং জিন্টা।
১৭. জন আব্রাহাম
ম্যাচো হিরোদের মধ্যে এক অনুপম হিরো হলেন জন। ওনার আসল নাম ফারহান আব্রাহাম।
১৮. ক্যাটরিনা কাইফ
সুন্দরী ও পারদর্শী অর্জন করা এই অর্ধেক বিদেশী ও অর্ধেক ভারতীয় এই নায়িকার আসল নাম হল ক্যাটরিনা টোরকুওতে।
১৯. টাইগার শ্রফ
জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফ যিনি সম্প্রতি অভিনয় জগতে পা রেখেছেন ওনার আসল নাম হল জয় হেমন্ত শ্রফ।
২০. সানি লিওন
ওনার নাম পড়েই না আপনার ঘাম ঝরে যায়। জানবেন অন্যান আসল নাম? করেনজিৎ কৌর জোহরা।
বলিউড অভিনেত্রীদের ছোটবেলার ছবি
