দম্পতিদের নিয়ে ১০ টি মিষ্টি আঁকা
১. রোমান্টিক বৃষ্টি
প্রেমে পড়লে বৃষ্টি তো থাকতেই হবে! আপনি নিজের প্রেমিক বা প্রেমিকার হাত ধরে চা খেতে খেতে বৃষ্টি দেখবেন!
২. জড়িয়ে ধরা
ঝগড়া হোক বা একে অন্যেকে স্বান্তনা দেওয়া, জড়িয়ে ধরার থেকে ভালো কিচ্ছু হয় না। এখান থেকেই তো অন্তরঙ্গতা শুরু হয়!
৩. আদর করা
সারাদিন কাজের পর এক অন্যেকে জড়িয়ে ধরে শুয়ে থাকার আলাদাই সুখ! মেয়েরা পছন্দই করে!
৪. সারা জীবনের প্রেম
বৃদ্ধ দম্পতিদের এক অন্যের হাতধরে হাঁটতে দেখলে কি ভালো লাগে না? সারা জীবনের ভরসা ও প্রেম দেখলে হৃদয় গলে যায়!
৫. রাতে ম্যাটিনী
পপকর্ন নিয়ে পাজামা পরে রাতে ছবি দেখার মজাই আলাদা! ভূতের ছবি হলে আপনার ভেতরের সমস্ত ভয় বেরিয়ে পরবে এবং প্রেমের ছবি হলে তো কথাই নেই! শেষটা ভালো হলেই আনন্দ!
৬. সুপ্রভাত
কফি ও প্রেমিকের সাথে সকাল শুরু-আর কি চাই? সারাদিনের খাটনির জন্য প্রেমিকের কথা ভেবে তৈরী হয়ে যান!
৭. চুপচাপ রাত
রাতে আগুন জালিয়ে বসে পরবেন সঙ্গীর সাথে- সমস্ত চিন্তা ভুলিয়ে শুয়ে থাকবেন। বা পুরনো কোনো কাহিনী নিয়ে আলোচনা করুন।
৮. আইস ক্রিম
এই আনন্দটা ছাড়া যায় না।। লেট করেছেন আর গার্লফ্রেন্ড রেগে গেছে? পছন্দের ফ্লেভার ধরিয়ে দিন। সব রাগ মিটে যাবে।
৯. নিঃশর্ত যত্ন
ঝর যতই সাংঘাতিক হোক, আপনাকে যে ভালবাসে সে পাস ছাড়বে না! অসুস্থতায় কম্বল ও ওষুধের থেকে বেশি যত্ন আপনাকে আরাম দেয়।
১০.একসাথে কাজ করা
বাজার করা হোক বা রান্না করা, এক সাথে করলে খাটনি মনেই হবে না! পুরো জীবন একসাথে থাকতে হলে এইগুলো দরকার.
