তবে কি অবশেষে দীপিকা রণবীর সাত পাকে বাধা পরতে চলেছেন? কেমন ভাবে সাজাবেন তাঁরা তাঁদের স্বপ্নের ঘর?
বিরাট-অনুষ্কার পর ইন্ডিয়ার সবচেয়ে বেশি আলোচিত জুটি হলো দীপিকা -রণবীর এর জুটি। বেশ কয়েকবছর প্রেমের পর অবশেষে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে বলে খবর।
চারিদিক থেকে আসা খবর অনুযায়ী এবছরের শেষের দিকে বিয়ের পিড়িতে উঠতে চলেছে দীপিকা। আর তার দরুন দুই পরিবারে চলছে জমিয়ে প্রস্তুতি পর্ব। সূত্রের খবর অনুযায়ী বিয়ের পর একসাথে থাকার জন্য স্বপ্নের বাড়িও ঠিক করে ফেলেছেন এনারা।

আরো জানা যাচ্ছে বেফিকরে, পদ্মাবৎ খ্যাত এই নায়ক একটি দোতলা বাড়িও কিনে ফেলেছেন এবং সেখানে তার বাবা-মায়ের সাথে থাকছেন। সেই বাড়ি নতুন করে সেজে উঠছে এবং সব কিছু পর্যবেক্ষণ করছেন দীপিকা স্বয়ং।
জল্পনায় ঘি ঢেলে সম্প্রতি দেখা গেছে দীপিকা তার মায়ের সাথে জমিয়ে গয়নার দোকান এ শপিং করছেন।

কিছুদিন আগে জানুয়ারী মাসে দীপিকার ৩২ তম জন্মদিনে দুই পরিবার দেখা করেন, এবং একসাথে জন্মদিন উদযাপন করেন। অনেকের মতে দুজনের এনগেজমেন্ট তখন সম্পন্ন হয়ে যায়। রণবীর এর বাবা-মা অঞ্জু ভবানী ও জগজিৎ সিং ভবানী দীপিকাকে সব্যসাচী কালেকশন এর একটি শাড়ী ও একটি হীরের সেট উপহার দেন।
বলিউড প্রেমী সব মানুষের চোখ এখন দুজনের শুভ পরিণয়ের অপেক্ষায়।
