Link copied!
Sign in / Sign up
3
Shares

বিস্তারিত জানুন সার্ভিক্যাল ক্যানসার সম্পর্কে


সার্ভিক্স হল ইউটেরাসের তলার অংশ যা যোনির সঙ্গে সংযুক্ত। এই অংশে ক্যানসারের কারণ হিউম্যান প্যাপিলোমাভাইরাস বা এইচপিভি। এই ভাইরাসটি যৌন সংসর্গ থেকেই ছড়ায়। এর মধ্যে বিশেষ ধরনের কিছু ভাইরাস থেকেই হয় সার্ভিক্যাল ক্যানসার। অনেক সময় এইচপিভি সংক্রমণ আপনা থেকেই সেরে যায়। আবার অনেক সময়েই তা ক্যানসারের কারণ হয়ে দাঁড়ায়।

কী দেখে বুঝবেন

এই ক্যানসার কিন্তু অনেক দেরি হয়ে গেলে, দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে ক্যানসার তবে তা মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে যায়। নীচের যে কোনও একটি লক্ষণ দেখলেই ‘প্যাপ‌্‌সমিয়ার’ পরীক্ষা করাবেন

১. সঙ্গম করার পর বা ২টি মেনস্ট্রুয়াল সাইকলের মধ্যবর্তী সময়ে বা মেনোপজ হয়ে যাওয়ার পরেও যদি যোনি থেকে রক্তপাত হয়

২. তলপেটে বা পেলভিসে যদি ধারাবাহিকভাবে যন্ত্রণা

৩. সঙ্গম করার সময় যদি যন্ত্রণা হয়

৪. যোনি থেকে যদি এমন কিছু ডিসচার্জ হয় যা স্বাভাবিক নয়

প্যাপস্‌মিয়ার পরীক্ষাটি কোনও ভাল হসপিটাল থেকে করানোই ভাল কারণ এই পরীক্ষার জন্য যোনির ভিতরের, সার্ভিক্সের মুখ থেকে ‘ফ্লুইড’ এর নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা পরীক্ষা করে ক্যানসারের লক্ষণ পেলে চিকিৎসকেরা আরও অন্যান্য পরীক্ষা করান বা বায়োপসি করতে বলেন। এই নমুনা সং‌গ্রহ করার প্রক্রিয়াটি কোনও গায়নোকলজিস্টের তত্ত্বাবধানেই করা উচিত।

এখনকার বহু বেসরকারি হসপিটালে শুধুমাত্র মহিলা চিকিৎসক এবং নার্সদের তত্ত্বাবধানেই প্যাপ্‌সমিয়ার পরীক্ষার ব্যবস্থা রয়েছে। ৩০ বছরের বেশি বয়সী মহিলাদের সাধারণত বছরে দুই বার এই পরীক্ষা করা ভাল। নাহলে বছরে অন্তত একবার অবশ্যই এই পরীক্ষা করা উচিত, কোনও লক্ষণ থাকুক বা না থাকুক। এইচপিকভি ভাইরাস এমনই যে অনেক সময়ে কোনও লক্ষণই থাকে না অথচ শরীরে বাসা করে ফেলে সার্ভিক্যাল ক্যানসার।

কী ভাবে সংক্রামিত হয় এইচপিভি

এই ভাইরাসের সংক্রমণ ছড়ায় যৌন সংসর্গের ফলে। সচরাচর খুব অল্প বয়স থেকে নিয়মিত যৌনজীবন যাপন করলে বা বহুজনের সঙ্গে শারীরিক সংসর্গ করলে এই ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া শরীরের প্রতিরোধ ক্ষমতা কম হলেও খুব দ্রুত বাসা বাঁধে এই ভাইরাস।

টিকাকরণ

সার্ভিক্যাল ক্যানসারে সংক্রামিতের সং‌খ্যা খুব বেশি হলেও এই রোগের প্রতিষেধক টিকাকরণ সম্ভব এখন ভারতে। ৯ থেকে ৪৫ বছর বয়সী মহিলারা নিতে পারেন এই টিকা। মোট ৩টি ডোজে এই টিকা দেওয়া হয়। এই বিষয়ে চিকিৎসকের সঙ্গে যত দ্রুত সম্ভব পরামর্শ করুন। 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon