Link copied!
Sign in / Sign up
11
Shares

বেডরুম ছাড়া ঘরের ঠিক কোন জায়গাগুলি ঘনিষ্ঠ হওয়ার জন্যে আদর্শ?


আমরা ভাবি একজন পুরুষ ও স্ত্রীর সম্পর্কের বিশেষ মুহূর্ত শুধু শোওয়ার ঘরেই পাওয়া যায়। নারী ও পুরুষের সম্পর্কে শারীরিক মিলন খুবই স্বভাবিক ক্রিয়া। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে শরীরি আবেদন কমতে থাকে। এক ঘেঁয়ে হয়ে যাওয়া সেই আবেদনকে আবারও তরতাজা করা যেতে পারে নানা উপায়ে।

সুখি দাম্পত্য জীবনের জন্য সেক্স অত্যন্ত জরুরি। এবং তা যে শুধু শোয়ার ঘরেই সীমাবদ্ধ হতে হবে এমনটাও নয়।

১৮ থেকে ৩৪ বছর বয়সি কাপ্‌লরা জানিয়েছেন যে বেডরুমের তুলনায়, সঙ্গমের জন্য তাদের পছন্দের জায়গা আরও রয়েছে।

বাড়ির আর কোন কোন স্থান এ প্রজন্মকে আকর্ষণ করে ঘনিষ্ঠ হওয়ার জন্য, জেনে নিন

১। লিভিং রুম

বসার ঘর, যেখানে বসে বেশিরভাগ মানুষ টেলিভিশন দেখেন, বা গল্প করেন। সেক্স-এর জন্য সব থেকে বেশি পছন্দ এই ঘরটি। সমীক্ষার প্রায় ৭৮ শতাংশই বলেছেন এমন কথা।

২। স্নানঘর

স্নানের সময় ঘনিষ্ট হওয়া উপভোগ করেন প্রায় ৭৪ শতাংশ কাপ্‌ল। স্বাভাবিকভাবেই তাঁদের পছন্দের জায়াগা বাথরুম। মনে রাখতে হবে, সে ক্ষেত্রে বাথরুমটি যেন বেশ সুন্দর করে সাজানো গোছানো হয়।

৩। গাড়ির ভেতরে

এটি বেশ অ্যাডভেঞ্চারাস। মনের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্যে গাড়ির ভেতর বেশ সুন্দর জায়গা।

৪। লন্ড্রি বা স্টোররুম

অনেক বাড়িতেই আলাদাভাবে এমন ঘর থাকে। নিরিবিলিতে সেখানে কাজ করার সময় পার্টনারের সঙ্গে ঘনিষ্ট হতে ভালবাসেন অনেকেই।

৫। সি-বিচ বা খোলা আকাশের নীচে

প্রকৃতির মাঝে হারিয়ে যেতেও ভালবাসেন অনেকে। যেমন নিরিবিলি কোনও সমুদ্র সৈকত বা ধূ ধূ প্রন্তরে নীল আকাশের নীচে।

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon