ব্যাগে থাকা পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোররিত হয়ে কি হল জানেন?
আজকালকার দিনে মোবাইল ছাড়া দিন অচল। আর রাস্তাঘাটে মোবাইলের চার্জ শেষ হলে পাওয়ার ব্যাঙ্ক আমরা সবাই ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন যে এই পাওয়ার ব্যাঙ্ক থেকে কি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে? জেনে নিন।

চিনে এক ব্যাক্তি অন্যান্য দিনের মতো বাসে যেতে যেতে নিজের ফোন এ পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ দিচ্ছিলেন । পাওয়ার ব্যাঙ্কটি ছিল তার ব্যাগ এর ভিতর। বাস এ পশে বসা যাত্রীর সাথে কথা বলতে বলতে হঠাৎই তীব্র আওয়াজ। সঙ্গে সঙ্গে লোক টি নিজের ব্যাগ ছুড়ে ফেলে দেন।
বিস্ফোরণ টি ছিল পাওয়ার ব্যাঙ্ক-এর। হ্যা আপনি ঠিক ই শুনলেন। ব্যাগ এর ভিতর থাকা পাওয়ার ব্যাঙ্ক টি তীব্র আওয়াজ এর সাথে বিস্ফোরিত হয়।

সঙ্গে সঙ্গে লোকটি নিজের ব্যাগটি ছুড়ে ফেলে দেন। সৌভাগ্যবশত লোকটির বা বাসের অন্যান্য সহযাত্রীর কেউ আহত হননি।
পুরো ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়া তে আসতেই সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যায়। ইউটিউব এ দেখে নিন ঘটনাটি-
ভিডিও লিঙ্ক :
সুতারং এবার থেকে পাওয়ার ব্যাঙ্ক কেনার সময় বা ব্যবহারের সময় সতর্ক থাকবেন। দামের সাথে বা কোয়ালিটির সাথে আপোষ করতে গিয়ে নিজের ক্ষতি করবেন না।
