গ্রীষ্মের ছুটির অপেক্ষায় সব বাচ্চারাই থাকে! কড়া রোদেও তাদের উত্সাহের সীমা নেই! তাছাড়া এখন আর গ্রীষ্মকাল বলে কিছুই নেই, তাই না? সারা বছর ই যেন গরম ফার্নেস। সামার ক্যাম্প হোক বা পরিবারের ছুটি-মজাই মজা! কিন্তু শিশুরা সব কার্যেই খুব তাড়াতাড়ি উত্সাহ হারায়। তাই এই গ্রীষ্মে নতুন সব কার্যকর্ম তৈরী করুন শিশুর ছুটিতে চুটিয়ে আনন্দ করার জন্য!
