আঁচিল! আমাদের কাছে অতি অপ্রয়োজনীয় বস্তু। এবং সেটি যদি হয় আপনার শরীরের এমন কোনো প্রিয় স্থানে। জানি সত্যি খুব বিরক্তিকর হয়ে ওঠে এমন কিছু জিনিস। হাজার চেষ্টা করে থাকেন। মা-ঠাকুমা বলে এসেছে আঁচিলে নাকি চুল বেঁধে রাখলে, তা নাকি খসে পরে যায়। কিন্তু সঠিক এবং ঘরোয়া উপায় কি করবেন এমন সময়ে জানা নেই আসা করি। তবে জেনে নিন ঘরোয়া উপায় দূর করবেন কিভাবে শরীরের আঁচিল।
১. অ্যাপল সিডার ভিনেগার

বাড়িতে বসে আঁচিল দূর করতে পারেন। আপনি এক টুকরো তুলোর মধ্যে অ্যাপল সিডার ভিনেগার নিয়ে আঁচিলের উপর রেখে ব্যান্ডেজ করে বেঁধে রাখুন। এভাবে প্রায় ১ ঘণ্টার মতো রাখতে হবে। প্রতিদিন ব্যবহার করুন যতদিন না আঁচিল দূর হয়।
২। ৫% আয়োডিন

সকালে এবং রাতে এক ফোটা করে লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে রাখুন। ১-২ সপ্তাহের মধ্যেই আঁচিল উঠে আসবে।
৩। রসুন

আধা কোয়া রসুন আঁচিলের উপর রেখে সারারাত ব্যান্ডেজ করে বেঁধে রাখুন। কিছুদিন পর আঁচিল চলে যাবে।
৪। কলার খোসা

কলার খোসার ভেতরের অংশ আঁচিলের উপর রাখুন।প্রতিদিনের ব্যবহারে আঁচিল শুকিয়ে পড়ে যাবে।
৫। বেকিং সোডা আর ক্যাস্টর অয়েল

অল্প বেকিং সোডার সাথে কয়েক ফোটা ক্যাস্টর অয়েল মিশিয়ে আঁচিলের উপর সারারাত রাখুন। কিছুদিন ব্যবহারে আঁচিল দূর হবে।
৬। স্ট্রবেরি

আঁচিলের উপর স্ট্রবেরি কেটে লাগিয়ে রাখুন। কিছুদিন ব্যবহার করলে আঁচিল মিলিয়ে যাবে।
৭। আঙ্গুরের রস

কিছু আঙ্গুর নিয়ে রস করে আঁচিলের উপর লাগান প্রতিদিন, কয়েকবার করে। এটা কিন্তু কিছুটা সময়সাপেক্ষ। কিন্তু নিয়মিত ব্যবহারে আঁচিল থেকে মুক্তি পাবেন।
কিছু সতর্কতা:

১। যেকোন একটি উপায় মেনে এক সপ্তাহ দেখুন। যদি এর মধ্যে কাজ না হয়, তবে অন্য পদ্ধতি অবলম্বন করুন।কারণ ব্যক্তিভেদে পদ্ধতি পার্থক্যের সৃষ্টি করে। আপনার সাথে মানিয়ে যায়, এমন পদ্ধতি বাছাই করে নিন।
২। একটু সময় লাগলেও ধৈর্য্ ধরে চর্চা করুন।
৩। পটাশিয়াম খুব ভালো কাজ করে। উপরের পদ্ধতি গুলোর অধিকাংশই পটাশিয়াম সমৃদ্ধ।
৪। আঁচিল কখনই খোঁচাখুঁচি করবেন না। এতে রক্তপাত হবে এবং পুনরায় ওই স্থানে আঁচিল হবে।
৫। সার্জিক্যালভাবে করতে গেলে চিকিৎসকের তত্ত্বাবধানেই করুন।

আঁচিল যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে ঘরে বসেই করতে পারেন আবার চিকিৎসকের পরামর্শ-ও নিতে পারেন। চিকিৎসকের শরণাপন্ন হওয়াই এক্ষেত্রে ভালো। যদি ক্যান্সারের লক্ষণ বলে মনে করেন, তবে চিকিৎসকের সাহায্য গ্রহণ করুন। উপায় গুলো সব ক্ষেত্রে কাজ করে না এবং এগুলো থেকে ফলাফল পেতে সময় লাগে। দ্রুত ও সুরক্ষিত ফলাফল পেতে বলে যা করতে পারেন লেজার করে আচিল অপসারণ। আচিল যেখানে আছে তা পুড়িয়ে ফেলেও অপসারণ করা যায় আবার কেটে ফেলেও অপসারণ করা যায়। তবে এই ধরণের কিছু করতে হলে ভালো কোন লেসার সেন্টারে গিয়ে করা অনুচিত।
বিশেষ দ্রষ্টব্য:
এর পরেও যদি আপনার আঁচিলের সমস্যা থেকে থাকে তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
