আপনার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে, তবে এই কাজ গুলি করে ফেলুন
বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। সেই কারণ এমন কিছু কাজ আছে যা আপনাকে এই বয়স থেকে মেনে চলতে হবে। তবে আসুন জেনে এমন কিছু কাজ করার আগে সতর্ক হতে হবে।
১. স্বাস্থ্যচর্চা:

স্বাস্থ্যই যে সম্পদ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কাজেই এই বয়সেই নিয়মিত শরীরচর্চা করার অভ্যাস গড়ে তুলুন।
২. উদ্বিগ্ন:

প্ল্যানমাফিক কাজ করুন। অকারণে উদ্বেগ করবেন না। নয়তো সারাজীবনই উদ্বেগের সঙ্গে ঘর করতে হবে।
৩. বয়স্কদের সঙ্গে সময় কাটান:

আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু পরিবারের বয়স্ক মানুষদের হারাতে থাকবেন। কাজেই এই বয়সেই যতটা পারুন সময় কাটান দাদু, দিদিমা, ঠাকুরদা, ঠাকুরমার সঙ্গে। অথবা আপনার সন্তানদের ওনাদের সাথে সময় কাটাতে দিন।
৪. সিগারেট খাওয়া ছেড়ে দিন:

বয়সকালে হাঁপানির রোগে জরাজীর্ণ শরীর নিয়ে সিগারেট ছেড়ে আর কী লাভ? তার চেয়ে এই বয়সেই বরং ছেড়ে দিন সিগারেটটা।
৫. ব্যর্থতাকে সহজভাবে নেওয়ার মতো মানসিকতা গড়ে তুলুন:

জীবনের সব ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন না, এই বোধ এই বয়সেই গড়ে তুলতে হবে। ব্যর্থতাকে সহজভাবে নিতে শেখা মানে কিন্তু সফল হওয়ার আশা ছেড়ে দেওয়া নয়, বরং পরাজয়ের গ্লানি কাটিয়ে নতুন উদ্যমে নিজেকে জয়ের জন্য প্রস্তুত করা জন্য চেষ্টা করুন।
